• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বার্সায় ফিরতে মরিয়া নেইমার!

ব্রাজিলিয়ান বিশ্ব তারকা নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

বার্সায় ফিরতে মরিয়া নেইমার!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

ব্রাজিলিয়ান বিশ্ব তারকা নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন এই সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সেলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, মাশ্চেরানোদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩-১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান নেইমার।

পিএসজিতে যাওয়ার পর আবারো গুঞ্জন রটে, কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। গত বছর ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারো গুঞ্জন শুরু হয়েছে। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোনো ইচ্ছা বা চিন্তাভাবনা নেই। মাস তিন পর আবারো নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন। তবে এবার ভিন্নমাত্রা এসেছে। শোনা যাচ্ছে রিয়ালে নয়, সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, বার্সেলোনায় ফিরতে নাকি মরিয়া ব্রাজিলিয়ান তারকা। এজন্য তিনি নাকি পাঁচবার চেষ্টাও করেছেন।

এখনকার খবর হলো, প্যারিসের জায়ান্ট পিএসজিতে নেইমারের অসন্তোষ দিনকে দিন বাড়ছেই। ২৬ বছর বয়সী তারকার হয়ে তার বাবা সিনিয়র নেইমারও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছেলেকে স্পেনে ফিরিয়ে আনতে। পিএসজিকে এরই মধ্যে নাকি বাতিলের খাতায় ফেলে দিয়েছেন নেইমার। জানা গেছে, ন্যু ক্যাম্পে ফিরতে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের কাছে গোপনে ফোন করে ছেলের জন্য সিনিয়র নেইমার আকুতি জানিয়েছেন। বার্সার সঙ্গে নেইমারের গোপন আঁতাতের গুঞ্জনের মাঝে আবারো জেগে উঠেছে পুরনো সমস্যা। বার্সার বিপক্ষে নেইমারের পুরনো মামলার শুনানি হবে ৩১ জানুয়ারি। পিএসজিতে যাওয়ার পর পুরনো ক্লাবের বিপক্ষে ২৬.৭ মিলিয়ন ইউরো বোনাস আদায়ের জন্য মামলা করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads