• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শেষ চারে রিয়াল

জোড়া গোলের পর করিম বেনজেমা

ছবি : মেইল অনলাইন

ফুটবল

শেষ চারে রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

বার্সেলোনার পর বড় ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রের শেষ চারের খেলা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ আটের ফিরতি লেগে জিরোনোকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কস শিবির। দুই লেগ মিলিয়ে রিয়ালের জয়ের ব্যবধান ৭-৩। গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৪-২ ব্যবধানে জিতেছিল রিয়াল।

বেনজেমার নৈপুণ্যে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। বিরতির আগেই দুবার বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড। ভাগ্য সহায় হলে অবশ্য জিরোনোর ম্যাচের শুরুটা দারুণ হতে পারত। কিন্তু চতুর্থ মিনিটে তাদের স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের শট পোস্টে লেগে ব্যর্থ হয়।

রিয়াল ২৭ মিনিটে এগিয়ে যায় ছন্দে থাকা বেনজেমার দারুণ গোলে। বাঁ দিকে একজনকে কাটিয়ে দানি কারভাহালের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি। ৪৩ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা (২-০)। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করলেন তিনি। ৭১ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো পোরো। তবে এর পাঁচ মিনিট পরই প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে জিরোনোর জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে (৩-১)। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।

স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় শেষ চারে ওঠা বাকি তিন দল হলো বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেতিস। গত রাতেই সেমির ড্র অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা। শেষ চারে রিয়াল-বার্সা মুখোমুখি হলে বাড়তি উত্তেজনা ছড়াবে এই টুর্নামেন্টে। তবে রিয়াল কোচ যেকোনো প্রতিপক্ষের মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান। জিরোনোর বিপক্ষে ম্যাচ জয়ের পর সোলারি বলেন, ‘সেমি-ফাইনালে দারুণ চারটি দল অংশ নেবে। দুই লেগই হবে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা খুব রোমাঞ্চিত, প্রতিপক্ষ হিসেবে যে দলকেই পাই না কেন।... আপনি যদি সবকিছু জিততে চান, আপনাকে অবশ্যই যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads