• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মেসিতে রক্ষা বার্সার

বার্সাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসিতে রক্ষা বার্সার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

স্প্যানিশ ফুটবল লা লিগায় টানা ৮ ম্যাচ জেতা বার্সেলোনাকে থামতে হলো। অবশ্য স্বস্তির ব্যাপার যে, দুই গোলে পিছিয়ে পড়েও হার এড়িয়েছে তারা। শনিবার ন্যু ক্যাম্পে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জোড়া লক্ষ্যভেদে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা।

এই জয়ে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেটিকো মাদ্রিদ। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ (৩৯) বার্সার চেয়ে ১১ পয়েন্ট পেছনে।

ম্যাচের ৩ মিনিটে ভ্যালেন্সিয়া অধিনায়ক দানিয়েল পারেহোর শট সহজে রুখে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন। দুই মিনিট পর আবারো পারেহোকে ফিরিয়ে দেন স্টেগেন, কিন্তু বল চলে যায় ডেনিশ চেরিশেভের পায়ে। রাশিয়ান ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে যায়।

বার্সা প্রথমবার লক্ষ্যে শট নেয় ১৬ মিনিটে। ফিলিপে কুতিনহোকে ব্যর্থ করেন অতিথি গোলরক্ষক নেতো। ২৪ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। রদ্রিগোর অ্যাসিস্টে কেভিন গামেইরো গোলমুখ খোলেন। ৩১ মিনিটে আবার ধাক্কা খায় বার্সা। সার্জি রবের্তো বক্সের মধ্যে ওয়াসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন। পেনাল্টি থেকে পারেহো ব্যবধান দ্বিগুণ করেন ৩২ মিনিটে।

৩৭ মিনিটে ভাগ্য সহায় হয় বার্সার। সেমেদো ভ্যালেন্সিয়ার বক্সে ফাউল হন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানালে মেসি করেন গোল। ক্রিশ্চিয়ানো রোনালদো (৬১) ও হুগো সানচেজের (৫৬) পর লা লিগার ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সা গোল পেতে পারত। কার্লোস অ্যালেনার পাস থেকে ৪৭ মিনিটে মেসির শট নেতোর গায়ে লেগে ব্যর্থ হয়। অ্যালেনা আবারো হতাশ হন ৫৫ মিনিটে বল গোলপোস্টে লাগলে। দুই মিনিট পর ইভান রাকিটিচকে সহজে রুখে দেন নেতো। ম্যাচের সময় এক ঘণ্টা পার হতেই তৃতীয় গোলের একেবারে কাছে ছিল ভ্যালেন্সিয়া। পারেহো বল বাড়িয়ে দেন ওয়াসকে, তার পাসে গোলমুখের বেশ কাছ থেকে শট নেওয়া মোরেনোকে ব্যর্থ করেন স্টেগেন। ৬৪ মিনিটে বার্সা সমতা ফেরায়। ভ্যালেন্সিয়া বক্সের মধ্যে বলের দখল হারালে ভিদাল পাস দেন মেসিকে, আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads