• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বছরের প্রথম এল ক্লাসিকো।  ন্যু ক্যাম্পে ছড়ালো আগুনে উত্তাপ। বল দখলের লড়াইয়ে ম্যালকম-রামোসের এমন ভঙ্গি তাই বলে দেয়।  আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও জয় পায়নি রিয়াল কিংবা বার্সা

ছবি : মেইল অনলাইন

ফুটবল

কেউ জেতেনি এল ক্লাসিকোয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০১৯

কেউ জয় পায়নি এল ক্লাসিকো লড়াইয়ে। ইনজুরির কারণে লিওনেল মেসির জায়গা হয়নি শুরুর একাদশে। তার বদলি হিসেবে এল ক্লাসিকোয় অভিষেক হয়েছিল ম্যালকমের। ব্রাজিলিয়ানের দ্বিতীয়ার্ধের গোলেই কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে লুকাস ভাসকেসের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সে এগিয়ে থাকা দলটি জিতে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। ষষ্ঠ মিনিটে  করিম বেনজেমার পাস থেকে ভাসকেসের ফ্লিক পরাস্ত করে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে। এই গোলে ক্লাসিকো ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার মাঠে টানা ১৫ ম্যাচে গোলের রেকর্ড গড়েছে রিয়াল, সবশেষ ম্যাচ শেষে এই সময়ে তারা গোল করেছে ২৬টি। ৫৭ মিনিটে বার্সার হয়ে সমতাসূচক গোলটি করেন ম্যালকম।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads