• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ধ্রুপদি লড়াইয়ে বার্সার হাসি

গোলদাতা রাকিটিচকে নিয়ে মেসির উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

ধ্রুপদি লড়াইয়ে বার্সার হাসি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ মার্চ ২০১৯

মাত্র চার দিনে দ্বিতীয়বারের মতো রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষকে হতাশায় ডুবিয়ে বীরের বেশে মাঠ ছাড়ল কাতালান জায়ান্ট বার্সেলোনা। বাংলাদেশ সময় বুধবার রাতে কোপা দেল রে’র সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল এরনেস্তো ভালভার্দের শিষ্যরা। আর এবার বাংলাদেশ সময় শনিবার রাতে লা লিগার এল ক্লাসিকোয় ১-০ গোলের ব্যবধানে রিয়ালকে ফের হারাল বার্সেলোনা। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দু’দলের অবস্থানে কোনো পরিবর্তনও হয়নি।

ম্যাচে দুই দলের মূল তারকাদের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি। শুরু থেকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছিল না মেসি-সুয়ারেজ কিংবা রিয়ালের বেনজেমা-বেলদের। কঠিন কিছু সুযোগ অবশ্য তৈরি হয়েছিল। কিন্তু উভয় দলের আক্রমণভাগের ব্যর্থতায় সেগুলো ফল দেয়নি। তবে গোলমুখ খুলতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বার্সাকে। কাজের কাজটা করেছেন বার্সার ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচ। কিন্তু এটা যে গোল হবে তা হয়তো রিয়াল খেলোয়াড়রা বুঝতেই পারেননি। ২৬ মিনিটে সার্জি রবার্তো ও রাকিটিচ মিলে ওয়ান-টু খেলে মাদ্রিদের রক্ষণকে আলগা করে ফেলেন। এর মাঝেই ডানপ্রান্ত ধরে হুট করেই আক্রমণ শানিয়ে বসেন ক্রোয়েট তারকা। রিয়াল গোলরক্ষক কুর্তোয়া হয়তো ভাবতেই পারেননি যে রাকিটিচ শট নেবেন আর বলও তার মাথার ওপর দিয়ে গিয়ে জালে ঠাঁই নেবে। গোল দিয়ে বার্সার খেলায় ছন্দ বাড়তে থাকে। ৩৯ মিনিটে তো কুর্তোয়ার বীরত্বে বেঁচে যায় রিয়াল। এবারো স্বাগতিকদের জন্য বিপদের কারণ সেই রাকিটিচ। তার বানিয়ে দেওয়া বল রিয়ালের ডি-বক্সে পেয়েই শট মেরে বসেন সুয়ারেজ। কিন্তু তার এই প্রচেষ্টা আটকে দেন রিয়াল গোলরক্ষক। এরই মধ্যে সেখানে হাজির মেসি অবশ্য শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু কুর্তোয়া তা হতে দেননি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। ডানপ্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে বেলের দিকে উড়ন্ত পাস দেন ক্রুস। কিন্তু মাঝখানে এসে হাজির হন রিয়াল মিডফিল্ডার লুকা মডরিচ। দারুণ এক হেডও নিয়েছিলেন, কিন্তু বল গোলবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল কিছু আক্রমণ করলেও সফল হতে পারেনি। ৫৬ মিনিটে বার্সার ডি-বক্সের কাছ থেকে শট নেন ভিনিসিয়াস। কিন্তু এক হাত ব্যবহার করে বল দখলে নেন বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। ম্যাচের একদম শেষদিকে কিছুটা ঝলক দেখান রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। একক প্রচেষ্টায় গোল করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার গোলমুখে নেওয়া শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন টের স্টেগান। ম্যাচের অতিরিক্ত সময়ে এসে মেসিকেও একঝলক আক্রমণে দেখা যায়। কিন্তু আর্তুরো ভিদালের বাড়িয়ে দেওয়া বলে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

গত ৫টি ‘এল ক্লাসিকো’তে (ড্র ২, হার ৩) বার্সেলোনার বিপক্ষে জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। এবারো তার ব্যতিক্রম হয়নি। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আগের মতোই শীর্ষে রইল বার্সেলোনা।

২৬ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট তাদের। আর সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads