• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ভারতে গেল প্রতিবন্ধী ক্রিকেট দল

ছবি : বাংলাদেশের খবর

খেলা

ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজ

ভারতে গেল প্রতিবন্ধী ক্রিকেট দল

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৯

ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজ খেলতে ভারত গেছে বাংলাদেশের হুইল চেয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।

আজ বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দর দিয়ে অধ্যক্ষ সোপানুল সোপানের নেতৃত্বে ক্রিকেট দল ভারতে প্রবেশ করে। তারা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ওই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবেন। শুক্রবার থেকে রোববার পযর্ন্ত চলবে এ খেলা।

বাংলাদেশের ড্রিম ফর ডিসআ্যবিলিটি ফাউন্ডেশনের ১৫ সদস্যের হুইলচেয়ার ক্রিকেট দলসহ মোট ২৫ সদস্য রয়েছে এই দলে। বাকি অন্য সদস্যরা দলের সহযোগিতা করবেন।

এদিকে সিরিজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে দুই দিন ধরে চলে তাদের অনুশীলন। ড্রিম ফর ডিসআ্যবিলিটি ফাউন্ডেশন এর সভাপতি ও দলীয় অধিনায়ক হেদায়েতুল আজিজ মুন্না জানায় প্রথম বারের মতো তিন দেশ মিলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ভারত প্যারা স্পোর্টস ফাউন্ডেশন এ সিরিজের আয়োজন করে।

এ লক্ষে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট দল গঠন করা হয়েছে বলে জানায়। ক্রিদেশীয় সিরিজ জয়ের জন্য দেশবাসির কাছে তারা দোয়া চেয়েছেন।

খেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

আগামী ২৯ এপ্রিল ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরবেন তারা।

এরআগে ২০১৭ সালের এপ্রিলে ভারতের রাজধানী দিল্লীতে বাংলাদেশের ড্রিম ফর ডিসআ্যবিলিটি ফাউন্ডেশনের হুইলচেয়ার ক্রিকেট দল ইন্ডিয়ান হুইলচেয়ার ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। এতে ২-১ ম্যাচে বাংলাদেশের ড্রিম ফর ডিসআ্যবিলিটি ফাউন্ডেশনের হুইলচেয়ার ক্রিকেট দল সিরিজ জয় করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads