• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মেসির রেকর্ড ব্যালন ডি’অর

সংগৃহীত ছবি

খেলা

মেসির রেকর্ড ব্যালন ডি’অর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৯

অনেক আগে থেকেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ফুটবল মহলে। সামাজিক মাধ্যমে তো একটি ফাঁস হওয়া তালিকাও ভাইরাল। প্রসঙ্গ ছিল একটিই, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। ২০১৯ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন বার্সা অধিনায়ক। রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো এ সম্মানজনক পুরস্কার জিতলেন মেসি।

আর তাতে চার বছরের অপেক্ষার অবসানও হলো মেসির। শেষবার ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন ২০১৫ সালে। এতদিন রোনালদোর সমান পাঁচটি করে ব্যালন ডি’অর ছিল মেসির। সোমবার রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ষষ্ঠবারের মতো জিতে নেন বার্সা অধিনায়ক। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী লুকা মডরিচ। মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর ফেমিনি উঠেছে যুক্তরাষ্ট্রের মেগান রাপিনোর হাতে।

সেরা উদীয়মান তারকা হিসেবে কোপা ট্রফি জিতেছেন চলতি মৌসুমের শুরুতে আয়াক্স ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া ডাচ তারকা মাতাইস ডি লিট। আর প্রথমবারের মতো সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা অ্যালিসন বেকার।

এর আগে উয়েফা বর্ষসেরার লড়াইয়ে মেসি ও রোনালদোকে পেছনে ফেলে পদক জিতেছিলেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। তবে ফিফা বর্ষসেরা পুরস্কার ঠিকই জিতে নিয়েছিলেন মেসি। ইতালির মিলানে সে অনুষ্ঠান হলেও তাতে উপস্থিত ছিলেন না রোনালদো। এদিনও ব্যালন ডি’অর প্রদানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত হননি। তবে রোনালদো না এলেও ক্লাব সতীর্থ মাতাইস ডি লিট উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জুভেন্টাসের ভাইস-চেয়ারম্যান পাবেল নেদভেদও।

মেসি-রোনালদোর টানা ১০ বছরের (২০০৮-১৭) রাজত্ব ভেঙে গেল গত বছর এ পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। উয়েফা ও ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছিলেন। এ বছরের সেরা তালিকায় তার নাম থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদ্রিচ। এক বছর পর ফের নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন মেসি।

মাঠে গত মৌসুমটা দুর্দান্তই কাটানোয় এ পুরস্কার মিলেছে মেসির। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে মেসি গোল করেন ৫০টি। কেবল লিগে ৩৬ গোল করায় জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়নস লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন। ক্লাবের হয়ে জেতেন লিগ শিরোপা। কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনা দখল করে তৃতীয় স্থান।

লিভারপুলের জার্সিতে গেল মৌসুমটা দুর্দান্ত ছিল ডিফেন্ডার ভ্যান ডাইকেরও। চোখ ধাঁধানো পারফর্ম করে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে রাখেন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় দলের জার্সিতেও সফল তিনি। নেদারল্যান্ডসকে উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠানোর পেছনে অবদান ছিল তার।

রোনালদোও গত মৌসুমটা খারাপ কাটাননি। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই ইতালিয়ান সিরি-এ শিরোপার পাশাপাশি জেতেন উয়েফা সুপার কাপ। পর্তুগালের জার্সিতেও তিনি ছিলেন সফল। জেতেন দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা। নতুন চালু হওয়া নেশনস লিগের ফাইনালে হারান ভ্যান ডাইকের নেদারল্যান্ডসকে। পুরো মৌসুমে ৪৩ ম্যাচ খেলে রোনালদো গোল করেন ২৮টি।

বর্ষসেরা গোলরক্ষক অ্যালিসন : মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুল ও ব্রাজিলের অ্যালিসন বেকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে গত ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে পুরস্কারটি হাতে তোলেন তিনি। সম্মানজনক এই পুরস্কারটি জিততে অ্যালিসন বার্সেলোনার মার্ক আন্দ্রে টার স্টেগেন ও ম্যানচেস্টার সিটির এডারসনকে হারান। গত মৌসুমে নিজ ক্লাব লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন অ্যালিসন। এছাড়া জাতীয় দল ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার ট্রফিও জয় করেন তিনি।

সেরা নারী ফুটবলার রাপিনো : ব্যালন ডি’অর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জাঁকালো অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। যদিও তিনি এই মঞ্চে উপস্থিত ছিলেন না। তবে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্ষসেরা হতে রাপিনো পেছনে ফেলেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ ও আরেক মার্কিন নারী অ্যালেক্স মরগানকে। ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা জেতাতে দারুণভাবে সহায়তা করেন রাপিনো। আসরটিতে দুর্দান্ত খেলে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন শু জেতেন। রাপিনো এর আগে ফিফা দ্য বেস্ট নারী ফুটবলারের পুরস্কারও জেতেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads