• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনায় স্থগিত কোপা আমেরিকা

ছবি : সংগৃহীত

ফুটবল

করোনায় স্থগিত কোপা আমেরিকা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২০

বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে গোটা ক্রীড়াঙ্গনে। এ কারণেই করোনা সংক্রমণ প্রতিরোধে এবার স্থগিত করা হলো কোপা আমেরিকা।

গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

কোপা আমেরিকা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

ডোমিঙ্গেজ আরও জানান, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।

এর আগে দুই আয়োজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা হওয়ার কথা ছিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads