• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ইতালির কোয়ারেন্টাইন ভেঙে নিজ দেশে হিগুয়েইন

ছবি : সংগৃহীত

ফুটবল

ইতালির কোয়ারেন্টাইন ভেঙে নিজ দেশে হিগুয়েইন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ ২০২০

সারাবিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস বর্তমানে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে ইতালিতে। চীনের চেয়েও ইতালিতে বেড়েছে মৃতের সংখ্যা।

করোনা সংক্রমণ রোধে গোটা ইতালি লকডাউন করে দেওয়া হয়েছে। সারাবিশ্বের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখা হয়েছে দেশটির। দেশের ভেতরে থাকা সকলকে বাড়িতে থাকতেই নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের খেলাধুলা। এর মধ্যে আবার আশঙ্কাজনক খবর ছিলো, দেশটির অন্যতম বড় ক্লাব জুভেন্টাসের দুই খেলোয়াড় ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতুইদির করোনায় আক্রান্ত হওয়া বিষয়টি।

এ দুই খেলোয়াড়ের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়ার পর ক্লাবটির সকল খেলোয়াড়কে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু সেটি মানলেন না জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড গনজালো হিগুয়েইন। ইতালিয়ান কোয়ারেন্টাইন ভেঙে তিনি ফিরে গেছেন নিজ দেশ আর্জেন্টিনায়।

গোল ডটকম জানায়, মূলত গুরুতর অসুস্থ্য মাকে দেখতেই ইতালির কড়াকড়ি অবস্থা ভেঙে আর্জেন্টিনায় ফিরেছেন হিগুয়েইন। এসময় তার সঙ্গে তার স্ত্রী-সন্তানরাও ছিলো। তবে অনেকেই তার এ কাজটিকে মানতে পারছেন না। কেননা এতে করে তার মাসহ আর্জেন্টিনার নাগরিকদের মাঝে করোনা বিস্তৃতির সম্ভাবনা বেড়ে গেছে বলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানায়।

জানা যায়, আর্জেন্টিনায় ফেরার পথে তুরিনের বিমানবন্দরে আটকে দেয়া হয়েছিল হিগুয়েইনকে। কিন্তু নিজের কোভিড-১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখিয়ে সেখান থেকে বের হন এ ফরোয়ার্ড। পরে আগে থেকেই ঠিক করা প্রাইভেট জেটে করে নিজ দেশে ফিরেছেন হিগুয়েইন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads