• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 লিওনেল মেসি বার্সেলোনার চে গুয়েভারা

সংগৃহীত ছবি

ফুটবল

লিওনেল মেসি বার্সেলোনার চে গুয়েভারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

আরো একবার দ্বন্দ্বে জড়িয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিরা। যদিও শেষে বোর্ডের প্রস্তাবে মেনে নিয়েছেন তারা। তবুও তা নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রস্তাব গ্রহণের সঙ্গে সঙ্গে বোর্ডের এক হাত নিয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন কিংবদন্তি। আর তাতেই তাকে বার্সেলোনার চে গুয়েভারার উপাধি দিয়েছে 'এল-ইকুইপ' পত্রিকা।

'এল-ইকুইপ' তাদের পত্রিকার প্রথম পৃষ্ঠা জুড়ে লিওনেল মেসির চে গুয়েভারার আকৃতির ছবি প্রকাশ করেছে। চে গুয়েভারা কিউবার বিপ্লবী এক নেতা ছিলেন। আর 'এল-ইকুইপ' পত্রিকার শিরোনাম করেছে, 'লিওনেল মেসি, দ্য চে অব বার্সা।' অর্থাৎ 'লিওনেল মেসি বার্সেলোনার চে গুয়েভারা।'

ক্লাবের দেওয়া ৭০ শতাংশ বেতন কম নেওয়ার প্রস্তাবে রাজী হয়েছেন লিওনেল মেসিরা। তবে তার আগে জল ঘোলা হয়ে অনেক।

সোমবার (৩০ মার্চ) ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে মেসি জানান তারা ক্লাবের প্রস্তাবে রাজী। এর ঠিক এক ঘন্টা পর বার্সেলোনা অফিসিয়ালি ঘোষণা দেয় ফুটবলাররা তাদের প্রস্তাবে রাজী হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads