• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
প্রতিশোধের নেশায় নেপাল

ফাইল ছবি

ফুটবল

প্রতিশোধের নেশায় নেপাল

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০২০

প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ দল আর পিছু ফিরতে চাচ্ছে না। মানে, জামাল ভূঁইয়ারা শুধুমাত্র জয়ই চায়। নেপালের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। আজ মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী দল নেপালের আবারো মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা। এই ম্যাচেও জয় পেতে আশাবাদী স্বাগতিকরা।

শুরু থেকেই জয় পাওয়ার প্রবল ইচ্ছে, প্রাপ্ত সুযোগগুলোর সদ্ব্যাবহার এবং অসাধারণ নৈপুণ্যে গত শুক্রবার বাংলাদেশ দল প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে পরাজিত করে। গোল দুটি করেন নাবীব নেওয়াজ জীবন ও মাহাবুবুর রহমান সুফিল। করোনাভাইরাসের কারণে বাংলাদেশ দল দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল। দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে জিতে টানা তিন ম্যাচে হারের প্রতিশোধও নেয় জামাল বাহিনী। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই হার। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে হওয়া এসএ গেমসে হার। সব মিলিয়ে টানা তিন ম্যাচ নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ ওই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে। ২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে দুবারই ২-০ ব্যবধানে হেরেছিল দল। গত বছর এসএ গেমসে হারে ১-০ গোলে।  ম্যাচের আগেই নেপাল ফুটবল শিবিরে করোনা হানা দেয়। নেপালের অন্যতম ডিফেন্ডার রণজিৎ ধিমাল করোনাভাইরাসে আক্রান্ত হন। ফলে তাদের শক্তিমত্তা কিছুটা হলেও দুর্বল ছিল। তার পরও বাংলাদেশ অলআউট খেলে যোগ্য দল হিসেবেই ম্যাচে জয়লাভ করে।  প্রথম ম্যাচে ডাগআউটে জেমি ডে থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তার দ্বিতীয় ম্যাচে মাঠে থাকার সম্ভাবনা খুবই কম। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ ফুটবলে নতুন করে শুভসূচনা করল। আর এই সাফল্যের কৃতিত্ব অনেকাংশেই জেমি ডের। দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন শেষে টিম ম্যানেজার আমের খান, ‘জেমি ডে না থাকলে কিছুটা প্রভাব তো পড়বেই। তবে ইংলিশ কোচের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন হচ্ছে। দলের সবাই উজ্জীবিত আছে। পরের ম্যাচে ভালো ফলাফলের আশায় আছি।’ সুফিলও পরের ম্যাচে ভালো ফলাফলের আশা করছেন। সুফিল বলেন, ‘কোচ আমাদের ইতিবাচক বার্তা দিয়েছেন। তার আগে থেকেই উপসর্গ ছিল। তাই তিনি আমাদের এসব নিয়ে হতাশ হতে নিষেধ করেছেন। আশা করি, তেমন কোনো সমস্যা হবে না।’ নেপালের বিপক্ষে এক গোলে অবদান রাখা সাদ উদ্দিনও মনে করেন, প্রধান কোচ করোনায় আক্রান্ত হলেও দল মনোবল হারায়নি। আবাহনী লিমিটেডের এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এটার (জেমি ডের করোনা পজিটিভ) প্রভাব পড়বে না। সবাই মানসিকভাবে দৃঢ় আছে। দ্বিতীয় ম্যাচে গোল করতে আশাবাদী আমি।’

নেপালের ফরোয়ার্ড নয়ায়ুগ শ্রেষ্ঠ বলেছেন, ‘বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। তাদের খেলা চোখে পড়েছে। বিশেষ করে ওয়ান টাচ টু টাচ করে খেলাটা। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা এখন পরের ম্যাচে আগের চেয়ে ভালো খেলতে চাই।’ ২৮ বছর বয়সি নেপালি মিডফিল্ডার সুজল শ্রেষ্ঠ প্রথম ম্যাচ হেরে হতাশ, ‘ব্যক্তিগত বা দলীয়ভাবে যাই বলুন না কেন। আমি খুশি হতে পারিনি নিজেদের পারফরম্যান্সে। আমরা অনেক দিন পর খেললাম। এখন চেষ্টা করতে হবে সেখান থেকে ভালো করার জন্য। প্রতিশোধ নয়, সেরাটা দিতে চাই নিজেদের দেশের জন্য, দলের জন্য।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads