• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফুটবল

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ম্যানইউ স্ট্রাইকার কাভানি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি। নিষেধাজ্ঞার সাথে কাভানিকে এক লাখ পাউন্ড জরিমানাও করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

২৯ নভেম্বর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে খেলা ছিল ম্যানইউ'র। ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন কাভানি। ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন তিনি। সেই পোস্টে আপত্তিকর ভাষা ব্যবহার করায় উরুগুইয়ান সেন্টার ফরোয়ার্ডকে শাস্তি দিয়েছে এফএ। যদিও নিজের ভুল বুঝতে পেরেছে পোস্ট ডিলিট করে দিয়ে ক্ষমাও চেয়েছিলেন সাবেক পিএসজি তারকা।

নিষেধাজ্ঞার কারণে রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। এছাড়া বুধবার ম্যানসিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনাল ও আগামী সপ্তাহে এফএ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads