• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আরও দু’বছর এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম

সংগৃহীত ছবি

রাজস্ব

আরও দু’বছর এনবিআর চেয়ারম্যান থাকছেন রহমাতুল মুনিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী নিয়োজিত কর্মকর্তা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান হিসাবে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এর আগে ২০২০ সালের ১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব থেকে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে দুই বছরের মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুসারে আগামী ৬ জানুয়ারি তার কর্মকাল শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads