• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নৌকায় ঘুরতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

গাজীপুরে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

নৌকায় ঘুরতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন ২০১৮

গাজীপুরে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর শিকার শিশুরা হলো সাদিয়া (১০), পারভীন (৮), মীম (৮) ও সোহাগ (৭)।

এদের মধ্যে সাদিয়া টাঙ্গাইলের কাটতলা দক্ষিণনগর গ্রামের সাইফুলের এবং পারভীন জামালপুরের খোকনের মেয়ে। আর মীম ও সোহাগ পাবনার নূরনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও মেয়ে। তারা ওই গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন জানান, ঈদের দিন আনন্দ করতে অভিভাবকদের অগোচরে ৯ শিশু একটি ছোট নৌকা নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে বাইমাইল বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে তলা ফেটে পানি উঠে নৌকাটি তলিয়ে যায়। এ সময় শিশুদের পাঁচজন সাঁতরে বিলের পাড়ে উঠতে সক্ষম হলেও ডুবে যায় চারজন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিলে খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে চার শিশুর লাশ উদ্ধার করে। চার শিশুর মর্মন্তুদ মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ঈদের আনন্দ ছাপিয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান লিটন নৌকা ডুবে চার শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads