• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের সাজা হবেই: নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের সাজা হবেই: নৌমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।মোংলা বন্দরের কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম আরও গতিশীল করতে মোবাইল হারবার ক্রেন কেনা নিয়ে এ চুক্তি হয়।

নৌমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে। আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবে শাস্তি পাবে। যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে বিরোধিতার কোনো সুযোগ এখানে নেই।’

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়। এরা দু’জনই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।

নিহতরা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম। মীমের বাবার নাম জাহাঙ্গীর ও করিমের বাবা মৃত নূর ইসলাম।

ক্রেন কেনা সংক্রান্ত চুক্তি প্রসঙ্গে শাজাহান খান বলেন, মোংলা বন্দরের মালামাল দ্রুত ও দক্ষতার সঙ্গে হ্যান্ডলিং এর সুবিধার জন্য মোংলা বন্দরে ১৪ সারি বিশিষ্ট কন্টেইনার বোঝাই জাহাজ হতে কন্টেইনার লোডিং-আনলোডিং এর লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি মোবাইল হারবার ক্রেন সংগ্রহ করতে যাচ্ছে।

তিনি বলেন, মোংলা বন্দর প্রতিষ্ঠার ৬৮ বছর পর এ ধরনের একটি ক্রেন সংগ্রহ করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে। তার গতিশীল নেতৃত্বে আমরা সকল ক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads