• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিম

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু: দুই বাস চালকসহ গ্রেফতার ৪

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুলাই ২০১৮

রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে দুই বাসচালক দুই সহকারীকে গ্রেফতার করেছে র‍্যাব সোমবার দুপুরে র‍্যাব- এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো একটি এসএমএসে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার দুই বাসচালক সোহাগ যুবায়েরকে রাজধানীর মিরপুর থেকে আটক করা হয়।  তবে তাদের দুই সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সামনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের শেষ প্রান্তে দুই বাসচালকের রেষারেষিতে প্রাণ হারায় দুই কলেজছাত্র। আরো কয়েকজন আহত হয়েছে। তাদের পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

এই ঘটনার রোববার রাতে নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads