• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
এবার দোহারে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার দোহারের জামালচর এলাকায় এ ঘটনা ঘটে

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

এবার দোহারে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

এবার ঢাকার দোহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দোহারের জামালচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষর্থীর নাম রেশাদ নামের বলে জানা গেছে। ১২ বছর বয়সী কিশোর রেশাদ এ সময় নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। সে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

রেশাদের আত্নীয়ের সূত্রে জানা গেছে, তার বাড়ি দোহারের রায়পাড়া ইউনিয়নের জামালচর গ্রামে। সকালে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে পাশে কার্তিকপুর গ্রামের দিকে যাচ্ছিল সে। আঞ্চলিক সড়কের চরকুশাই কালভার্ট মোড়ে মালবাহী একটি ট্রাকের সামনে পড়ে সে। ট্রাকটি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রেশাদ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার পর চর মোহাম্মদপুর থানার পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

প্রসঙ্গত, গত রোববার বিমানবন্দর সড়েকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পাঁচ দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ চলছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads