• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চার জেলায় সড়কে ঝরল আরো ৮ প্রাণ

সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না

প্রতীকী ছবি

দুর্ঘটনা

চার জেলায় সড়কে ঝরল আরো ৮ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। গতকাল রোববার চার জেলায় ঝরেছে আরো আট প্রাণ। এর মধ্যে ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে বগুড়ার নন্দীগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়কে ঝরল আরো চার প্রাণ। প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল রোববার ফুলপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় একজন, তারাকান্দা ও ত্রিশালে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লার লাঙলপুরের ইয়াসিন (৫০), তারাকান্দার ঢাকুয়ার দিলীপ (২২), ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দার নুরুল হকের ছেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কর্মচারী জুয়েল (৩০) ও ফুলপুর উপজেলার আমতৈল গ্রামের রেজাউল করিম (৩৫)। আহত সানি নামের যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তারাকান্দা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তারাকান্দা উপজেলার কাকনি এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত দিলীপ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, ত্রিশাল উপজেলার কাজির সিমলা এলাকায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুয়েল নিহত হন। এ সময় আহত হন সানি নামে এক যুবক। অন্যদিকে ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম বলেন, সকাল ৭টার দিকে ফুলপুর উপজেলার বালিয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম নিহত হন।

নন্দীগ্রাম (বগুড়া) : নন্দীগ্রামে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস (৬৫) ও কদমা গ্রামের মানিক মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫)। দুর্ঘটনায় নিহত ফেরদৌসের ছেলে হযরত আলী (৩০) গুরুতর আহত হন। বাকি আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার ইসবপুর থেকে অটোভ্যান নিয়ে বেয়াইয়ের বাড়ি ঈদের দাওয়াত খেতে যাওয়ার সময় বগুড়া-নাটোর মহাসড়কের বিজয়ঘাট নামক স্থানে দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে রাতে দুজনের মৃত্যু হয়।

চাঁদপুর : হাজীগঞ্জ উপজেলার মহামায়া ব্রিজ সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা উল্টে ওমর ফারুক গাজী (৩৮) নামে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ওই দুর্ঘটনায় গুরুতর আহত ওমর ফারুক গাজীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হলেন নূরজাহান বেগম (৬০), রিজভী (২৫), লিজা বেগম (২৬) ও ইসমাঈল হোসেন (৬)। তারা সবাই স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত যুবক ওমর ফারুকসহ সবাই একই পরিবারের সদস্য। তারা চাঁদপুর শহরের জাফরাবাদ (পুরান বাজার) এলাকার অধিবাসী। দুর্ঘটনায় অপর আহত অটোরিকশা চালকের নাম-ঠিকানা জানা যায়নি।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলার কদমতলী গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার (৪০) গতকাল রোববার সকালে মেঘনা ফেরি পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মেয়ে নিশাত (১৭) গুরুতর আহত হন। তাকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি নবীনগর উপজেলার কাদুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাঞ্ছারামপুর থানা পুলিশ মাইক্রোবাসসহ চালক আতাউর রহমানকে আটক করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads