• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
নভোএয়ারের উড়োজাহাজে কার্গো ভ্যানের ধাক্কা

নভোএয়ারের উড়োজাহাজে বিমানের কার্গো ভ্যানের ধাক্কা ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে।

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আবেদন

নভোএয়ারের উড়োজাহাজে কার্গো ভ্যানের ধাক্কা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ বিমানের কার্গো ভ্যানের ধাক্কায় বেসরকারি নভোএয়ারের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে নভোএয়ার। এছাড়া উড়োজাহাজটির ইউরোপীয় প্রস্তুতকারক কোম্পানি এটিআরকে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য ঢাকায় ডেকে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বুধবার রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্গো ভ্যানের আঘাতে নভোএয়ারের একটি এটিআর ৭২-৫০০ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দরের বে-১২তে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মাত্রা বেশি হওয়ায় উড়োজাহাজটি গতকাল বৃহস্পতিবার গ্রাউন্ডেড করা হয়। ফলে নভোএয়ারের ফ্লাইট সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, পুলিশের সহায়তায় কার্গো ভ্যান চালককে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মাহফুজুর রহমান জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে এটিআরের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছতে পারেন। এটিআরের প্রতিনিধিরা আসার পর ক্ষতি যাচাই করতে দুই-তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। উড়োজাহাজটি মেরামত করতে এবং গ্রাউন্ডেড অবস্থায় থাকাকালীন মোট কী পরিমাণ আর্থিক ক্ষতি হবে তার ওপর নির্ধারিত হবে বিমানের কাছে দাবি করা অর্থের পরিমাণ। উড়োজাহাজটি মেরামত না করা পর্যন্ত চালানো সম্ভব হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, নভোএয়ারের বর্তমানে ৬টি এটিআর উড়োজাহাজ রয়েছে। একটি উড়োজাহাজ গ্রাউন্ডেড হওয়ায় এয়ারলাইনসের আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত চার থেকে পাঁচটি ফ্লাইট কম চালাতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads