• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
বাসের ধাক্কায় ৭১ টেলিভিশনের কর্মকর্তা নিহত

জাহাঙ্গীর গেট এলাকায় বাসের ধাক্কায় ৭১ টেলিভিশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

বাসের ধাক্কায় ৭১ টেলিভিশনের কর্মকর্তা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর মহাখালীর জাহাঙ্গীর গেট এলাকায় বাসের ধাক্কায় ৭১ টেলিভিশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন  টেলিভিশন চ্যানেল ৭১ এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা ছিলেন।

আহত ব্যক্তিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসসহ চালক সুজনকে আটক করেছে পুলিশ।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিকদার মোহাম্মদ শামীম জানান, সকালে মহাখালীর জাহাঙ্গীর গেট এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজি অটোরিকসাকে ধাক্কা দেয় ও মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর কর্মকর্তা আনোয়ার হোসেনসহ দু’জন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ১টার দিকে আনোয়ার হোসেন মারা যান।

তিনি জানান, বাস ও চালককে পুলিশ গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads