• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
খুলনায় ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭২

খুলনা ম্যাপ

দুর্ঘটনা

খুলনায় ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭২

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় গত ৯ মাসে ২৭২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৭৪ জন। এই বছরের প্রথম ছয় মাসের তুলনায় গত তিন মাসে এ বিভাগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৬৯ জন, এপ্রিল থেকে জুন পর্যন্ত ৯২ জন এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১১ জন নিহত হয়েছে। এর মধ্যে গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) খুলনায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত, বাগেরহাটে ১২ জন নিহত ও ২৫ জন আহত, সাতক্ষীরায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত, যশোরে ২৩ জন নিহত ও ৪৪ জন আহত, ঝিনাইদহে ১১ জন নিহত ও ২০ জন আহত, মাগুরায় ৫ জন নিহত ও ১১ জন আহত, নড়াইলে ৩ জন নিহত ও ৩ জন আহত, কুষ্টিয়ায় ১৭ জন নিহত ও ৪ জন আহত, চুয়াডাঙ্গায় ২ জন নিহত এবং মেহেরপুরে ১ জন নিহত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী অদক্ষ চালকরা। এ ছাড়া ত্রুটিপূর্ণ যানবাহন, মালিকের অব্যবস্থাপনা, মনিটরিংয়ের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইন ও তার যথাযথ প্রয়োগ না হওয়ার কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআরটিআইয়ের উপ-পরিচালক জিয়াউর রহমান, খুলনা জেলা নিসচার সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads