• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ৪

মানচিত্রে চাঁদপুর

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ৪

  • ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

ফরিদগঞ্জে সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংর্ঘষে সাজুদা বেগম (৫৫) নামে একজন নিহত ও  শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক শাহ সিমেন্টের গাড়ীর চালক সজিব (১৯) কে আটক করেছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাজুদা বেগেমর বাড়ি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সাচনমেঘ গ্রামে।

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে চাঁদপুর-রামগঞ্জ সড়কের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় দ্রুতগামী শাহ সিমেন্টের একটি ট্রাক (ঢাকা মেট্রো- উ-১১-৪৩১৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি স্কুটার (চাঁদপুর-থ-১১-১৯৬৫) মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি স্কুটারের যাত্রী সাজুদা বেগম নিহত হয়। এছাড়া শিশুসহ আরো ২ জন মহিলা ও গাড়ী চালক আহত হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘাতক ট্রাকের চালক সজিব হোসেন হৃদয়কে আটক করেছে এবং লাশ পোষ্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads