• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সিংড়ায় মোটর সাইকেলের চাপায় অপর মোটর সাইকেল চালক নিহত

মানচিত্রে নাটোর

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

সিংড়ায় মোটর সাইকেলের চাপায় অপর মোটর সাইকেল চালক নিহত

পুলিশ কনস্টেবল ও শিক্ষকসহ আহত দুই

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ নভেম্বর ২০১৮

নাটোরের সিংড়ায় মোটর সাইকেলের চাপায় অপর মোটরসাইকেল চালক ফজলুর রহমান (৩০) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নাটোর পুলিশ লাইনসের কনস্টেবল ও স্কুল শিক্ষকসহ আরো দুইজন। রোববার বেলা তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান সিংড়া উপজেলার নীলচরা গ্রামের আজম আলীর ছেলে। আহতরা হলেন, সিংড়া পৌর এলাকার বাসুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও নাটোর জেলা পুলিশ লাইনসের কনস্টেবল রুবলে হোসেন। আহতদের মধ্যে কনস্টেবল রুবেল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশরাফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামুল ইসলাম ও এলাকাবাসী জানান, সিংড়া থেকে মোটর সাইকেলযোগে বাড়ীতে ফিরছিলেন ফজলুর রহমান। এ েসময় বিপরীত মুখ থেকে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের সাথে তার সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় ফজলুর রহমান। পরে ওই পথ দিয়ে সিংড়াগামী অপর একটি মোটর সাইকেলে চড়ে শেরকোলের একটি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার উত্তরপত্র নিয়ে ফিরছিলেন কনস্টেবল রুবেল হোসেন ও শিক্ষক আশরাফুল ইসলাম। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে তাতের মোটর সাইকেলের সামনে সড়কে পড়ে থাকা ফজলুর রহমানকে চাপা দিয়ে তারাও মোটর সাইকেল থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজলুর রহমান মারা যান। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আহত অবস্থায় কনস্টেবল রুবেল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শিক্ষক আশরাফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহত দুজনই আশংকামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads