• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ৬

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা থি- হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। পরে পুলিশ , ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদও হাসপাতালে পাঠিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads