• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের নিখোঁজ ৬

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁদের উদ্ধারে অভিজান চলছে

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে একই পরিবারের নিখোঁজ ৬

উদ্ধারে অভিযান চলছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ মার্চ ২০১৯

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ থাকার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও, তাদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে ৩টি শিশু রয়েছে। লঞ্চের প্রপেলারের আঘাতে দুই পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চললেও, লঞ্চ চলাচলের কারণে তা ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার পর শরীয়তপুর যাবার উদ্দেশে কামরাঙ্গিরচর থেকে শাহজালাল তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় লঞ্চের পিছনে থাকা প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌ পুলিশের একটি টহল টিম উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় নিখোঁজ হন শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬), শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাদের ছয় মাসের মাসের মেয়ে মাহি।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, কেরানীগঞ্জে বসবাসকারী শাহজালাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি শরীয়তপুরের বজেশ্বরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সদরঘাটের কাছে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস উপ সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন বলেন, নদীর একটা প্যাটার্ন আছে। এখানে জোয়ার ও ভাটার। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি যেন অপারেশনটা ভাল মত হয়।

ঢাকা নদী বন্দর বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক এ কে এম আরিফ বলেন, তারা ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে উঠছিল। লঞ্চের পেছন থেকে ওঠার সময় প্রপেলারের স্রোতে নৌকা ডুবে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads