• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে ট্রলার ডুবি, নিখোঁজ ৩

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ফেরার পথে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের লাশ চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে ভেসে উঠেছে। আজ সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে।

মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা গ্রাম এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

রিতা আক্তার নরসিংদীর মনোহরদী উপজেলার বড়ইকান্দী গ্রামের আলীম মিয়ার মেয়ে। তিনি সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

এদিকে ওই ট্রলারডুবির ঘটনায় চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ হন। রিতার লাশ পাওয়া গেলেও বাকী দুজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। নিখোজঁ ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি উপজেলার বাড়ীমজলিশ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

সোমবার দুপুরে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) মেঘনাঘাট শাখায় গিয়ে দেখা যায়, কর্মকর্তাদের মাঝে কোনো কর্মচাঞ্চল্য নেই। তাদের ম্যানেজার নিখোঁজের ঘটনায় সবাই ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন।

ম্যানেজার সঙ্গ নৌকায় থাকা মাসুদ রানা জানান, ম্যানেজারস্যার সহ প্রায় ২২ জন ওই নৌকায় ছিলাম। হঠাৎ ঝড়ে নৌকার তলা ফেটে গিয়ে পানি ভেতরে প্রবেশ করতে থাকে। এ সবাই সাতরে তীরে উঠতে পারলেও ম্যানেজার স্যার, একজন পুলিশ ও আনসার সদস্য ¯্রােতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

চরকিশোরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, নিখোঁজ লোকের সংখ্যা আরও বেড়েছে। অনেকেই পুলিশকে জানিয়েছেন, তাদের স্বজনরাও ওই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আছেন।

এদিকে রোববার দিবা সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছিল।

চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার সমাজসেবক আবুল কাশেম জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির খবর পেয়ে চরকিশোরগঞ্জের ইউপি সদস্য নাসিরের নেতৃত্বে একাধিক ট্রলারযোগে মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে গিয়ে এলাকাবাসী ডুবে যাওয়া ট্রলারের অনেক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে উদ্ধার কাজে এসে যোগ দেন কোস্টগার্ডসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির ঘটনায় প্রিসাইাইডিং অফিসারসহ দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ২ জনকে উদ্ধারে কাজ চলছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে তিনিসহ স্থানীয় প্রশাসনের সবাই কাজ করছেন। আহতদের চিকিৎসার ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads