• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ট্রাক-অটোরিকশা মুখমুখি সংঘর্ষ : শিশু সহ ৪জন আহত

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখমুখি সংঘর্ষে

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

ট্রাক-অটোরিকশা মুখমুখি সংঘর্ষ : শিশু সহ ৪জন আহত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখমুখি সংঘর্ষে শিশু সহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। এরমাঝে অবস্থা আশংকাজনক অবস্থায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপাতালে পাঠানো হয়ে।

আজ শুত্রুবার দুপুরে উপজেলার বিরিশিরি নয়াপাড়া গ্রামে এই র্দূঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্গাপুর থেকে মা বাবার দোয়া এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ট ১৯-৫৫৯৭) একটি ট্রাক অতিরিক্ত বালু বোঝাই করে ঢাকা যাওয়ার পথে নয়াপাড়া এলাকায় আসলে বালুর চাপে সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এই সময় অপরদিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার ও একটি ট্রাককে ধাক্কা দেয়। শব্দ শোনে স্থানীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এর মাঝে নয়াপাড়া গ্রামের মোঃ সদর আলীর স্ত্রী হুসনে আরা বেগম (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুলের (১৪) অবস্থা আশংকাজনক হওয়ায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপাতালে রেফার করে।

দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে এখনো কেউ অভিযোগ জানায়নি । অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads