• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
সড়কে ঝড়ল ঈদে ঘরমুখী ১৬ জনের প্রাণ

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

সড়কে ঝড়ল ঈদে ঘরমুখী ১৬ জনের প্রাণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

সুনামগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোরে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় রোববার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনা গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় রোববার সকালে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মো. সাগর মিয়া (১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মো. লিমন মিয়া (১৭), মো. আলীর ছেলে মো. আফজাল মিয়া (১৭) ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মো. নোমান (২৮)। তাৎক্ষণিকভাবে বাকি নিহত তিনজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই পার্শ্ববর্তী খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুণ অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

পুলিশ জানায়, আহত আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের সাব ইন্সপেক্টর ও তার পরিবারের চার সদস্য।

নিহত মারিয়া তাসনিম পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল জলিলের মেয়ে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হসেন জানান, ঢাকার কদমতলী থানায় কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঈদের ছুটিতে ঢাকা থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে নাটোরের সিংড়া উপজেলার বিলভরট গ্রামে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় এসআই আব্দুল জলিলের মেয়ে মারিয়া তাসনিম।

ওসি জানান, গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ইউএনবি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads