• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী লোকাল বাস উল্টে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানার জলাডাঙ্গা গ্রামের লোকমান মোল্যা (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্যা (৬৫), কিবরিয়া মোল্যা (৫০) ও চান মিয়া (৩০)। নিহতরা সবাই দুর্ঘটনায় কবলিত বাসের ছাদে ছিলেন। তারা ১৫/২০ শ্রমিক জন (শ্রম) বিক্রি করতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শ্রমবিক্রির হাট-বাজারে যাচ্ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানী উপজেলার ব্যাসপুরগামী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ বাসযাত্রী নিহত হন এবং অন্তত ২৬ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপর এক যাত্রী মারা যান। আহতদের মধ্যে গুরুতর আহত ১৫ যাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ১০ জনকে কাশিয়ানী হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুতগতিতে ভাটিয়াপাড়া মোড় ঘুরার সময় রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন, বাসটি বিভিন্ন স্ট্যান্ডে সময় ক্ষেপন করে। এতে তার নির্দিষ্ট সময় কমে যাওয়ায় বাসটি দ্রুতগতি চালাচ্ছিলেন চালক। পরে দ্রুতগতিতে মোড় ঘোরার সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads