• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
পদ্মায় ভেসে যাওয়ার ৯দিন পর নারীর লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

পদ্মায় ভেসে যাওয়ার ৯দিন পর নারীর লাশ উদ্ধার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

স্বামী-স্ত্রী পদ্মায় গোসল করতে গিয়ে তীব্র স্রোত ও ঘুর্ণিপাকে পড়ে ভেসে যাওয়া নয় দিন পর স্ত্রী আঞ্জুমের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ  সোমবার দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরি ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার স্বামী ইমনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. লাবু মিয়া জানান, ঘটনার পর তারাসহ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার তৎপরতা চালালেও ভেসে যাওয়া দম্পতিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে তাদের মধ্যে গৃহবধু আঞ্জুমের লাশ দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় ভেসে ওঠে।

আঞ্জুম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে ও ইমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তারা ঢাকায় বসবাস করে।

উল্লেখ্য, দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকায় আঞ্জুমের চাচাত বোনের বিয়ের অনুষ্ঠানে এসে গত ২১ জুলাই দুপুরে ওই দম্পতিসহ বিয়ে বাড়ির আরো ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশদিয়ে চলে গেলে যে ঢেউয়ের তোড়ে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুম যখন নদীতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে স্বামী ইমন এগিয়ে যান। এরপর তারা দুজনই নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘুর্ণীপাকে পরে তলিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads