• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
চাঁদপুরের মেঘনায় নৌকাডুবি, মাঝি নিখোঁজ

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

চাঁদপুরের মেঘনায় নৌকাডুবি, মাঝি নিখোঁজ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৯

চাঁদপুর বড়স্টেশন মোলহেড মেঘনা নদীর মোহনায় কাঠবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নৌকায় থাকা কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ মফিজ মিয়া শরীয়তপুর জেলার বালাকান্দি গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেন একই জেলার সখীপুরের দ্বীন ইসলামের ছেলে।

নৌ পুলিশের এসআই গিয়াস উদ্দিন ও ফরহাদ হাবিব নিশান জানায়, বুধবার সকালে কাঠবোঝাই নৌকা নিয়ে শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনাস্থল মোলহেডের ঘূর্ণিতে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা ব্যবসায়ী আলমগীর হোসেন গাছের গুড়ি ধরে সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া পানির ঘূর্ণিবাকে তলিয়ে যায়।

এই ঘটনায়  নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads