• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
রাজশাহীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

দুর্ঘটনায় চুর্নবিচুর্ন মোটরসাইকেল দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। পাশে ইনসাইটে নিহত একজনের ছবি।

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

রাজশাহীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

  • গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে দু'জনের ও সাড়ে ১১টার দিকে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নিহত তিন'জন হলেন গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের বদরুল হোসেনের ছেলে হৃদয় (২২), রাজশাহীর পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩) ও গোদাগাড়ীর মাহাবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮)।

আহত দু'জন হলেন নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২) ও রাজশাহী নগরের রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)।

তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

গোদাগাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, একটি মোটরসাইকেলে তিনজন গোদাগাড়ীর দিকে ও অপরটিতে দুজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন।

এসময়  উপজেলার সাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৌঁছালে উভয় মোটরসা্খইকেলের মধ্মুযে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে দ ‘জন ও সাড়ে ১১টার দিকে আরো একজনের মৃত্যু হয়। আহত দু’জনের চিকিৎসা চলছে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি একই স্থানের এক কিলোমিটার দূরত্বের মধ্যে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নয়জনের মধ্যে আটজন নিহত হন।

এছাড়া রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় মার্চ মাসের ২০ দিনের মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান আরও অন্তত ছয়জন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads