• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
চৌহালীতে পানিতে ডুবে ২ শিশু মারা গেছে

প্রতীকী ছবি

দুর্ঘটনা

চৌহালীতে পানিতে ডুবে ২ শিশু মারা গেছে

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে পানিতে ডুবে দুই শিশু মরা গেছে। এর মধ্যে ইসমাইল হোসেন (৭) যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক দিন নিখোঁজ ছিল। সোমবার দুপুরে চরকাটারি এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

স্থানীয় স্কুল শিক্ষক আবু দাউদ সরকার জানান, রোববার দুপুরে দক্ষিন খাষপুখুরিয়া গ্রামের কৃষক নজরুল ইসলামের ছেলে ইসমাইল বড় ভাইয়ের সাথে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ভাইয়ের অগোচরে পানিতে ডুবে স্রোতের তোরে হাড়িয়ে যায়। অনেক  খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে মরদেহ উদ্ধারের খবর শুনে নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের শান্তনা দেন খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল মজিদ সরকার। এসময় নিহত শিশুর দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়।

এছাড়া গত রবিবার চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের কৈরট গ্রামের ওহাব আলীর শিশু সন্তান হাসান আলী (৭) পুকুরে ডুবে মারা যায়। বাড়ির পাশে খেলাধুলা করার সময় পুকুরে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান মামুন শিশুটিকে মৃত ঘোষনা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads