• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
লামায় হাতি মারার ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

লামায় হাতি মারার ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত ১৩ জুন ২০২০

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের কুমারী এলাকায় হাতি মারার বিদ্যুতের ফাঁদে পড়ে আব্দুর রহিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮ টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাইন্যার ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। 

বাগান এবং প্রজেক্ট এর নিরাপত্তার জন্য ফাঁদ পেতে হাতিকে তাড়ানো হয়। একই এলাকার মনির আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৫৮) ও তার ছেলে মিজানুর রহমান (২৩) হাতিকে ফাঁদে ফেলার কাজ করেন।

মৃত আব্দুর রহিম গরু খুঁজতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়ে মারা যায় আব্দুর রহিম।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে পরিদর্শন করে লামা থানা পুলিশের উপ -পরিদর্শক  মাসুদ সিকদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.মিজানুর রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads