• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ছয় ঘন্টা পর উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ছয় ঘন্টা পর উদ্ধার

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০২০

নরসিংদীর রায়পুরায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ছয় ঘন্টা পর আমির হামজা (১৫) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বড়জংগা রেল ব্রিজ এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।

স্থানীয়  সূত্র জানা যায়, নিহত আমির হামজা পলাশতলী ইউনিয়নের শাওড়াতলী গ্রামের আবুল হাসেমের ছেলে। সে গোবিন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। আজ দুপুরে তার ভাইয়ের সাথে বড়জংগা রেল ব্রিজ এলাকায় মেঘনার শাখায় মাছ ধরতে যায়।  তখন নদীতে প্রবল স্রোত  থাকায় পানিতে তলিয়ে যায় আমির হামজা। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃহদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads