• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

কাঠালিয়ায় বালুভর্তি জাহাজের ধাক্কায় ব্রীজ বিধ্বস্ত, চালক আহত

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২০

ঝালকাঠির কাঠালিয়া তারাবুনিয়া গ্রামের কাটা খালের গুরুত্বপূর্ণ ব্রীজটি বালুভর্তি জাহাজের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে। এ সময় জাহাজের চালক রুবেল ( ২৮) আহত হয়েছে। আহত রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ।

এদিকে ঘাতক জাহাজটি আটক করেছে পুলিশ। ব্রীজটি ভেঙ্গে পড়ে থাকার কারণে বুধবার সন্ধ্যা থেকে উপজেলা সদর, আমুয়া, ঘোষেরহাট ও ভান্ডারিয়াসহ কয়েকটি এলাকা ও বাজরের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (৪ নভেম্বর) বিকেলে মের্সাস সোনালী রাকিব নামে একটি জাহাজ বালু নিয়ে কুষ্টিয়া থেকে কাঠালিয়ার আমুয়ার খাল হয়ে ভরিরথপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। জাহজের ধাক্কায় ব্রীজটি ভেঙ্গে জাহাজের উপর পড়ে যায়। ব্রীজটি ভেঙ্গে পড়ে থাকার কারনে কয়েকটি গ্রামের সাথে ৩দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক (ভারপ্রাপ্ত) জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিশির দাসের মাধ্যমে ব্রীজ ভেঙ্গে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। ঘাতক জাহাজটিকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads