• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০২০

চট্টগ্রাম নগরীতে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

গতকাল রোববার মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার চার তলা ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন।

তিনি জানান, মধ্যরাতে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় চার তলা একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads