• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন । নিহত চালক রুবলের বাড়ি ধামরাই উপজেলার ইন্দ্রিরা নয়াচড় গ্রামে।

আহতরা হলেন- ধামরাইয়ের ফরহাদ হোসেন (৩০), ঠাকুরগাও জেলার জয়নুল (৩৮) ও একই জেলার নজরুল (৩৫)।

গতকাল শনিবার দিবাগত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কাছে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরেকটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক রুবেল ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় অপর ট্রাকের চালক ও দুইজন হেলপার। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তিন ট্রাকের একটিতে পোলট্রি ফিড, একটিতে কয়লা এবং অপরটিতে ফল বোঝাই ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads