• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
সড়ক দুর্ঘটনায় পূর্বধলার একই পরিবারের ৫ জনসহ ৭ জনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় পূর্বধলার একই পরিবারের ৫ জনসহ ৭ জনের মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২১

নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের দয়ারামপুর এলাকায় সিএনজি ও শাহ্জালাল বাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৭ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার  দুপুরে সএ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০), মাওলানা ফারুক আহামেদ (৩০), ফারুকের স্ত্রী মাসুমা আক্তার (২২), নবজাতক শিশু, বোন জুলেখা বেগম (২২) ও আজিম উদ্দিনের স্ত্রী জোৎস্না বেগম (৩৫) ও ময়মনসিংহ সদরের চর লক্ষিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সিএনজি চালক রাকিবুল হাসান সোহাগ (২৯)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন চন্দ্র দাস জানান, আজ আনুমানিক বেলা ১২টায় নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহজালাল নামক একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৭জন নিহত হয়।

নিহতদের লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads