• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

আখাউড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় পৌর শহরের রাধানগরের লাল বাজার এলাকায় শেখ কামাল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে বি-বাড়িয়া বেকারিতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে বেকারি, রাধা মাধব স্বর্ণ শিল্পালয় ও ফেমাস সেলুনসহ ৩টি দোকান আগুনে পড়ে যায়। আগুনে সব চাইতে বেশী ক্ষতি হয় বেকারি ও সেলুনে।

বিবাড়িয়া বেকারির মালিক মো. বাহার মিয়া বলেন ভোরে খবর শুনে এসে দেখি আমার বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, মেশিন, বিস্কুট ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ পুড়ে মোট ১২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।

তিনি আরো বলেন রাতে বাড়ি যাওয়ার সময় চুলা বন্ধ করে রাখা ছিল। কারণ পরদিন শুক্রবার থাকায় বেকারিতে কোন চুলায় লাকরির আগুন ছিল না। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অনেক কষ্ট করে এই বেকারি তৈরী করা হয়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ায় আমার সব কিছু শেষ হয়ে গেল। এখন ছেলে মেয়ে নিয়ে কী করব বুঝতে পারছিনা।

রাধা মাধব স্বর্ণ শিল্পলয়ের মালিক সুমন বলেন, দোকান আর বাসা একসাথে। মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দোকানে আগুন লেগেছে। সেইসাথে আগুন দ্রুত চলে যাচ্ছে বাসায়ও। এরইমধ্যে অর্ধেক দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।

আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার চান মিয়া বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি ওইসব দোকানের মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads