• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ যন্ত্রশিল্পী নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস ও লরির সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই জন।

আজ শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামের মিরসরাই সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়। হায়েস গাড়িটি ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ হয় বলে জানা যায়। এতে গুরুতর আহত অবস্থায় হানিফ (৪২) নামে একজনকে হাসপাতালে আনার পর ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আর ঘটনাস্থলে পার্থ নামে একজন মারা গেছেন।

এদিকে এই ঘটনায় আহত লুৎফর ও বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুৎফরকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে এবং বিউটিকে ২০নং আই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই যন্ত্রশিল্পী বলে জানা যায়। তারা সবাই কক্সবাজারে একটি অনুষ্ঠানে গান করার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাউদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads