• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার (১০ এপ্রিল) ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার জিরাবো সিলভার এপ্যায়ারেলস নামে পোশাক কারখানার ৭ম তলার স্টোরে/গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ডি ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডি ইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ও ঢাকা থেকে আসা ১ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার সূত্র প্রাথমিকভাবে জানা যায় নি, পরবর্তিতে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে। এ ঘটনায় কোন ধরনের হতাহত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads