• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫টি কক্ষ পুড়ে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫টি কক্ষ পুড়ে ছাই

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৫টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টায় কালিয়াকৈর পৌরসভাস্থ কালামপুর নাজিরের ভিটা নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফয়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভাস্থ কালামপুর নাজিরের ভিটা নামক এলাকায় ফরিদার বাড়িতে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আধাঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads