• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

নরসিংদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২১

নরসিংদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলার বেলাবতে চরউজিলাব এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে  বজ্রপাতের সময় আফিয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয় । একই সময় মনোহরদী উপজেলায় চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের সাহাপাড়া এলাকায় বজ্রপাতে গুরুদেব সাহা (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহতরা হলেন- আফিয়া বেগম বেলাব উপজেলার চরউজিলাবএলাকার কাসু মিয়ার স্ত্রী ও গুরুদেব সাহা মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের সাহাপাড়া এলাকার মিন্টু সাহার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে ঘুম থেকে উঠে  গুরুদেব সাহা বৃষ্টির মধ্যে আম কুড়াতে যান। ওই সময় পরপর বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। কিছু সময় পর বৃষ্টি কমলে গুরুদেবের এক জ্যাঠাতো বোন গোবর আনতে ওই আমগাছের নিচে গেলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর বুকে পুড়ে যাওয়ার চিহ্ন দেখতে পাওয়া যায়। দ্রুত গুরুদেবকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আফিয়া বেগম সকালে বাড়ির পার্শ্ববর্তী সবজি ক্ষেত থেকে বরবটি তুলে আনতে গিয়েছিলেন। ওই সবজি ক্ষেতের অবস্থানের সময় তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। অনেকক্ষণ ধরে বাড়িতে না ফেরায় তাঁর স্বামী তাকে খুঁজতে ওই সবজি ক্ষেতে যান। সেখানে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বেলাব থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বেলাব থানার উপপরিদর্শক মো. আলাউদ্দীন বলেন, নিহত নারী তার সবজি ক্ষেত থেকে বরবটি তুলে আনতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধে বিনা ময়না তদন্তে তার লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads