• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় আজ সোমবার (১৪ জুন) সকালে ভয়াবহ অগ্নিকান্ডে রাজু সুপার মার্কেটের ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায় উপজেলার মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটের সেলুনের দোকানের এসি থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানে শিখা মার্কেটের অন্যান্য দোকান গুলিতে ছড়িয়ে পরে। মার্কেটের ১৫টি দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন ও মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads