• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

গুলশানে দুর্ঘটনায় আহত 'নেটওয়ার্কের বাইরে'র অভিনয়শিল্পীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২১

রাজধানীর গুলশানে মধ্যরাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। নিশ্চিত হওয়া গেছে, নাফিজ মো. ইসমাঈল ও জুনায়েদ বোগদাদীকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে।

আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

সকালে গুলশান থানার উপ-পরিদর্শক মো. সুজন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। 

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার থেকে ৫ জনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকার্তা।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে নাফিজ মো. ইসমাঈল ও জুনায়েদ বোগদাদী নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা দুজনই নিউরো সার্জন প্রফেসর ডা. এসএস আহমেদের অধীনে চিকিৎসাধীন।

বাকি তিনজন আপাতত আশঙ্কামুক্ত, তাদের কেবিনে স্থানান্তর করা হয়েছে। তারা প্রফেসর ডা. রেজাউল করিমের অধীনে চিকিৎসাধীন।

কয়েক দিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় কয়েকজন বন্ধুর সুন্দর সম্পর্ক এবং ঘুরতে গিয়ে করুণ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads