• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
লাকসামে বাস- অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

লাকসামে বাস- অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২২

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। আহত ও নিহতরা সকলেই অটো রিকশার যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পাশের লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫) ও বাহারের শাশুড়ি গোলাপ নাহার (৭০) মারা যান। হাসপাতালে নেয়ার পথে বাহারের মেয়ে জান্নাত (১) ও স্ত্রী পারুল বেগম (৪০) মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূইয়া উপজেলায় চাচা শ্বশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে বাহার মিয়া পরিবার নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রা করেন। অটোরিকশাটি(কুমিল্লা-থ-১১-৫৬৯৩) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌ এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিআরটিসি বাসের (ঢাকা-মেট্রো-ব ১৫-৫৪৮৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

লাকসাম হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাকসুদ আহমদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গোলাপ নাহার ও বাহারুল আলমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর ৩জনকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে দুইজনের মৃত্যু হয়। লাকসাম ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads