• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ভূঞাপুরে আগুনে পুড়ল চেয়ারম্যানের বসতবাড়ি, বৃদ্ধা দগ্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

ভূঞাপুরে আগুনে পুড়ল চেয়ারম্যানের বসতবাড়ি, বৃদ্ধা দগ্ধ

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বসত-বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন আসবাপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় জেলেমন (৮৫) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। সে ভূঞাপুর পৌর শহরের ফসলান্দি গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ফসলান্দি এলাকার বাসিন্দা ও উপজেলা গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ’র বাসায় এ আগুনের ঘটনা ঘটে।

রোববার সকালে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন জিন্নাহ জানান, হঠাৎ আগুনের প্রচন্ডতাপে ঘুম ভেঙে যায়। এসময় দেখি মূহুর্তেই আগুন ঘরের সকল রুমে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, শনিবার রাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।

এছাড়া আগুনে এক বৃদ্ধা নারী দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads