• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে আহত শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২২

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের আহত সাব্বির হোসেন (১১) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন সাব্বির। শরীরের ৪৬ শতাংশ পুড়ে যাওয়ায় গত ২৪ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

ওসি আরও জানান, নিহত সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৩৫ জন আহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads