• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

সীতাকুণ্ডে জেলে পাড়ায় ১৮ বসতঘর পুড়ে ছাই

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২২

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিন ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকার জেলে পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার ২৮ জানুয়ারি ভোর রাত ৩টার দিকে ঘোড়ামরা জেলে পাড়ায় আগুন লাগে। এসময় কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে।

পরে খবর পেয়ে, কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত জেলেরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উক্ত বিষয়টি নিশ্চিত করেন, কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads